কর্ণফুলী নদীর সদরঘাটে অভিযান চালিয়ে ২ মেট্রিক টন জাটকা ইলিশ জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এসময় দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।
দণ্ড প্রাপ্ত ব্যক্তিরা হলেন- মেহেদী হাসান সবুজ(২৫) ও কামাল হোসেন (৪২)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান, সরকারী নির্দেশনা অনুযায়ী নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা আহরন, বিপনন ও বাজারজাতকরণ নিষিদ্ধ। এ নিষিদ্ধ সময়ে জাটকা আহরণ করা হলে ইলিশের স্বাভাবিক বৃদ্ধি ব্যহত হয়। একারণে এ দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হয়েছে। আগামীতেও এ ধরনের কাজে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ