মরণঘাতি ব্যধি ক্যান্সারের সাথে লড়াই করে অবশেষে হেরে গেলেন দৈনিক পূর্বকোণের চীফ রিপোর্টার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সদস্য নওশের আলী খানের স্ত্রী শায়লা চৌধুরী (৬১)।
সোমবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
বাদ জোহর শেরশাহ কলোনি ঈদগাহ মাঠে মরহুমার প্রথম নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী সহ সাংবাদিক নেতারা অংশ নেন। বাদে মাগরিব রাউজানের মোবারকখিল গ্রামে সর্বশেষ জানাযা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হবে।
শায়লা চৌধুরীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম সহ সাংবাদিক নেতারা।
অবসরপ্রাপ্ত শিক্ষিকা শায়লা চৌধুরী দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন। সর্বশেষ ভারতে চিকিৎসা শেষে কয়েকদিন আগে দেশে ফিরেন।
নিউজটি শেয়ার করুন
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ