নগরের পাঁচলাইশ থানার মুরাদপুরে কামরুন্নাহার (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তা রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) মধ্যরাতে মুরাদপুর গাউছিয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামরুন্নাহার পটিয়া উপজেলার পশ্চিম ঠেংড়া পাড়া গ্রামের মোহাম্মদ জামালের মেয়ে। তিনি বেসরকারি এনআরবি গ্লোবাল ব্যাংকে কর্মরত ছিলেন।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, পরিবারের সদস্যদের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন কামরুন্নাহার। বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে বিষয়টি রহস্যজনক।
নিউজটি শেয়ার করুন
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ