নগরীর জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম এলাকা থেকে আটক আন্তর্জাতিক জুয়াড়িচক্রের তিন সদস্যের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৮ ফেব্রুয়ারি) অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এ সময় তিন আসামি চেতন শর্মা, সুনীল কুমার ও সানী মেগো আদালতে উপস্থিত ছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (পশ্চিম) মো. কামরুজ্জামান জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় পুলিশের করা আবেদনের প্রেক্ষিতে আদালত আসামিদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা আসামিদের জিজ্ঞাসাবাদ করব।
উল্লেখ্য, গত শনিবার (৬ ফেব্রুয়ারি) সাগরিকা স্টেডিয়াম গেইট থেকে ‘আর্ন্তজাতিক জুয়াড়ি’ সন্দেহে তাদেরকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় বিসিবির সুপারভাইজার মো. আরেফিন হোসেন ইমরান বাদি হয়ে পাহাড়তলী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
নিউজটি শেয়ার করুন
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ