ঈশ্বরদী ইপিজেডের ফুজিয়ান এক্সপোর্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শতভাগ রফতানিমুখী শিল্পের কাঁচামাল আমদানির ঘোষণা দিলেও শুল্কমুক্ত বন্ড সুবিধার আড়ালে দেশে নিয়ে এসেছে ৫ কোটি টাকার সিগারেট। চালানটি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) চালানটির কায়িক পরীক্ষায় ৩ হাজার ৭৪৮ দশমিক ৭ কেজি ওজনের ৪৮ লাখ ২৮ হাজার শলাকা সিগারেট পাওয়া গেছে।
কাস্টমস সূত্র জানায়, ফুজিয়ান এক্সপোর্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ‘পলিয়েস্টার পিইটি স্ট্র্যাপ’ ঘোষণায় চালানটি চট্টগ্রাম বন্দরে নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চালানটির আইজিএম ব্লক করা হয়। বুধবার চালানটির শতভাগ কায়িক পরীক্ষায় ঘোষণা বহির্ভূত ব্ল্যাক, ডানহিল, ডেভিডঅফ, ন্যানো ওরিস ব্রান্ডের বিদেশি সিগারেট পাওয়া যায়।
এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। তা ছাড়া কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
নিউজটি শেয়ার করুন
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ